Samsung Galaxy F54 : রাতেও উঠবে দুর্দান্ত ছবি! কী কী Features নিয়ে আসছে Samsung Galaxy F54 ?

 New Launch Samsung Galaxy F54

Samsung Galaxy F54

 Galaxy সিরিজের আরও এক নতুন Smartphone নিয়ে বাজারে হাজির হতে চলেছে Samsung। এবার যেই স্মার্টফোন আসবে তাতে শুধু 5G কানেক্টিভিটি থাকবে না মিলবে দারুণ Battery ব্যাকআপ। সম্প্রতি কোম্পানির তরফে জানানো হয়েছে, ভারতে 6 June লঞ্চ হবে Samsung Galaxy F54।
6,000mAh Battery এবং 25 ওয়াট চার্জিং সাপোর্ট থাকছে এই 5G ফোনে। 30 May থেকে ফোনের প্রি-বুকিংও শুরু করে দিয়েছে কোম্পানি। এই Pre Booking জন্য টোকেন মূল্য রাখা হয়েছে 999 টাকা। জানা গিয়েছে, যে সব কাস্টমার Pre Booking করবেন তারা 2,000 টাকা মূল্যের সমান সুবিধা লাভ করতে পারবে।
কমার্স সাইট Filpkart মাধ্যমে এই ফোন কেনা যাবে। যদিও এখনও অবধি ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে মিড-রেঞ্জ স্মার্টফোনের ক্যাটাগরিতেই লঞ্চ হবে বলে জানা গিয়েছে। দেরি না করে ফোনের কিছু specification জানা যাক।

Samsung Galaxy F54 Camera Features:-

Company পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এই Smartphone মিলবে 108 MP প্রাইমারি ক্যামেরা সঙ্গে থাকবে LED ফ্ল্যাশ এবং অপটিকাল ইমেজ সাপোর্ট (OIS)। এটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপের সঙ্গে আসবে সুতরাং বাকি দুটি ক্যামেরা মিলবে 8 MP এবং 2 MP। Click করুন - Nothing Phone 2 
এই ক্যামেরা পিছনে থাকবে বিশেষ AI ইঞ্জিন যা 4টি ভিডিও কিংবা 4টি ছবি সিঙ্গেল তেকে তুলতে সাহায্য করবে। এই কামেরার সঙ্গে রাতেও (Nightography) উজ্জ্বল এবং পরিষ্কার ছবি তুলতে পারবেন ইউজাররা।

Front Camera Features :-

Selfie ও ভিডিও কলের জন্য সামনে মিলবে 32 MP সেলফি স্ন্যাপার। ফোনের সামনে ওয়াটারড্রপ নচ ডিজাইনের মধ্যে পাবেন এই Selfie Camera।

Samsung galaxy

Ram & Storage :-

Storage ক্ষেত্রে মিলবে সর্বোচ্চ 8GB Ram এবং 256GB Internal storage  (যা মাইক্রো SD কার্ডের মাধ্যমে বাড়াতে পারবেন)। আরো জানতে Click করুন - Realme 11 Pro Puls 

Prosessor :-

Samsung Galaxy F54 5G ফোনে প্রসেসর মিলবে Octa Core Exynos 1380 Chipset।
Battery:-
6,000mAh Battery এবং 25 ওয়াট চার্জিং সাপোর্ট থাকছে এই 5G ফোনে। 

Display :-

 6.7 Inch Full Hd Puls Super AMOLED Display এবং 120 Hz Refresh rate  মিলবে  5G 

তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে মোবাইল টা কি ইন্ডিয়া টে বাজি মাত করতে পারবে Comment করে জানাবেন l 
আরো জানতে Click করুন - Samsung Galaxy F54 

No comments:

Random Posts

randomposts
Powered by Blogger.