Hero Bike কে ব্যাটারির পাশাপাশি চলবে পেট্রোলেও! অবশেষে হাজির দেশের প্রথম , Hybrid Scooter রয়েছে দুর্দান্ত সব ফিচার্স

 Hero Bike কে ব্যাটারির পাশাপাশি চলবে পেট্রোলও 


Hero Bike কে ব্যাটারির পাশাপাশি চলবে পেট্রোলও

Hero Electric Scooter :- বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই যুগের সাথে পাল্লা দিয়ে দেশে (Electric Scooter) ক্রেজ দ্রুত বাড়ছে। এদিকে, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত বৈদ্যুতিক স্কুটার বাজারে নিয়ে আসছে সংস্থাগুলি। তবে, এই স্কুটার ব্যবহার করার ক্ষেত্রেও তৈরি হয়েছে এক সমস্যা। মূলত, ইলেকট্রিক স্কুটারে ব্যাটারি থাকায় সেটি চার্জের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে। তাই, দূরের কোনো গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে এই স্কুটার ব্যবহার করা যায় না।
তবে, এবার দেশের জনপ্রিয় Bike প্রস্ততকারী সংস্থা Hero এর একটি সমাধান খুঁজে পেয়েছে। মূলত, Hero এমন একটি Scooter নিয়ে কাজ করছে, যা Petrol পাশাপাশি Battery সাহায্যেও চলতে পারবে। ইতিমধ্যেই একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে যে, এই Scooter একটি নতুন প্ল্যাটফর্মে তৈরি করা হচ্ছে। এমতাবস্থায়, এই ইলেকট্রিক/পেট্রোল স্কুটার (Hybrid Scooter) খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলছে । 

Hero Bike কে ব্যাটারির পাশাপাশি চলবে পেট্রোলও


Bike Features:- 
এই Bike রয়েছে শক্তিশালী ইঞ্জিন , জানিয়ে রাখি যে এই Scooter রে আপনি 124cc-র একটি শক্তিশালী ইঞ্জিন পেতে চলেছেন। এর সাথে 8 কিলোওয়াটের Permanent Magnet AC মোটরও পাওয়া যাবে। যা 10.7bhp শক্তি এবং 60 NM টর্ক জেনারেট করতে সক্ষম। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এটি 100kmph গতিতে চলতে পারে। Hero এই স্কুটারটির নাম দিয়েছে Hero Leap Hybrid SES। এই Scooter ভারতে লঞ্চ হলে, এটি Honda এবং Ola-র মতো অন্যান্য  বৈদ্যুতিক স্কুটারগুলিকে সরাসরি টক্কর দেবে। তাহলে বন্ধুরা Electric Bike industry অনেক টা এগিয়ে যাবে ভারতের মার্কেটে


Hero Bike কে ব্যাটারির পাশাপাশি চলবে পেট্রোলও



Hero Leap Hybrid SES এর দাম:- একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে, এই Scooter দাম 1 লক্ষ থেকে 1.40 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে, এই প্রসঙ্গে সংস্থার তরফে থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তো তোমাদের কি মনে হয় Hero Leap Hybrid SES দাম কত হতে পারে এবং কে কে নিবে এই Bike Lunch হলে Comment করে বলো ok l 
আরো জানতে Click করুন Hero Election Bike

No comments:

Random Posts

randomposts
Powered by Blogger.