Amazon Sale on Laptops : নোট, প্রেজেন্টশন দিতে অথবা কর্মক্ষেত্রে অত্যন্ত দরকারি একটি গ্যাজেট ল্যাপটপ। যাকে ছাড়া ডিজিটাল দুনিয়া অচল। এবার সেই গ্যাজেটেই দুর্দান্ত ছাড় দেওয়ার ঘোষণা করল অ্যামাজন। Dell, HP, ইত্যাদি ব্র্যান্ডের ল্যাপটপে ফাটাফাটি অফার নিয়ে হাজির হয়েছে সংস্থা।
এই প্রত্যেকটি Laptop থাকছে লেটেস্ট Prosessor এবং হাই কোয়ালিটি গ্রাফিক্স। ভরপুর স্টোরেজের সঙ্গে Battery ব্যাকআপও রয়েছে দারুণ। এই বহুমূল্য ব্র্যান্ডেড ল্যাপটপগুলি 85 শতাংশ ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে অ্যামাজন সেলে। আপনার বাজেট ও কাজের ধরণ অনুযায়ী এই ল্যাপটপগুলির মধ্যে সেরাটি বেছে নিতে পারেন।
Dell Intel 5th Gen Core i5 5300U
14 inches এই Laptop রয়েছে লাইফটাইম লাইসেন্স সহ প্রি ইন্সটল উইন্ডোস 10 অপারেটিং সিস্টেম। দমদার পারফরম্যান্সের সঙ্গে Battery ব্যাকআপ দারুণ। এই Laptop থাকছে 8GB RAM ও 256GB SSD Storage। 2023 অ্যামাজন সেলে এই ল্যাপটপে 81 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। যার ফলে 90,000 হাজার টাকা দামি ল্যাপটপ এখন পাওয়া যাচ্ছে মাত্র 16,599 টাকায় !
HP 15s
HP এর Laptop ব্যবহার করতে স্বচ্ছন্দ্য বোধ করেন অনেকে। তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এই ল্যাপটপে হাই কোয়ালিটি Parfamanc জন্য মজুত AMD Athlon Silver 3050U Prosessor। মিলবে 8GB RAM ও 512 GB Storage। অফিসের পাশাপাশি পড়াশোনার জন্যও ব্যবহার করা যাবে HP Laptop। অ্যামাজন সেলে 17 শতাংশ ডিসকাউন্ট রয়েছে ল্যাপটপে। এটির আসল দাম 38,490 টাকা তবে এই সেলে পাওয়া যাচ্ছে 32,490 টাকায়।
আরো জানতে Click করুন - Laptop
No comments: