Google New Update 2023
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:- পরীক্ষামূলকভাবে Sarch জেনারেটিভ এক্সপেরিয়েন্স (এসজিই) সুবিধা চালু করেছে টেক জায়ান্ট Google । নতুন এ সুবিধা চালু হওয়ায় ব্যবহারকারী কোনো তথ্য অনুসন্ধান করলে এআইয়ের মাধ্যমে সেগুলোর উত্তর দ্রুত দেখাবে Google। Search ফলাফলের ওপরের দিকে থাকবে এগুলো। এতে করে বিভিন্ন Web site আলাদা করে প্রবেশ করতে হবে না ব্যবহারকারীদের। দ্য ভার্জ।
এআই সমর্থিত গুগল সংস্করণে কোনো কিছু অনুসন্ধান করলে Link কের পাশাপাশি সেগুলোর তথ্য ও স্ন্যাপশট দেখা যাবে। Sarch bar নিচে থাকবে স্ন্যাপশটগুলো। এগুলো মূলত বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা তথ্যের এআইয়ের মাধ্যমে তৈরি সারাংশ। গুগলের নতুন ল্যাঙ্গুয়েজ Model ‘পাম ২’ ব্যবহার করে উত্তর দেখাবে এ স্ন্যাপশটগুলো।
আপাতত পরীক্ষামূলকভাবে চালু হওয়ায় এ সুবিধা সবাই ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। তবে এ Link প্রবেশের পর নিবন্ধন করে এ সুবিধা পরখ করা যাবে। শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করার কথা রয়েছে। এদিকে, গুগল Sarch কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যুক্ত হলে বিভিন্ন ওয়েবসাইটের ভিজিটর কমে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।
গুগল সার্চে এআই প্রযুক্তি যুক্ত হলে সার্চ বারে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন লিখলে তা বিস্তারিতভাবে দেখাবে গুগল। ফলে Sarch Engine ফলাফল দেখার পর আর একাধিক Website প্রবেশ করতে হবে না ব্যবহারকারীকে। এতে করে বিভিন্ন ওয়েবসাইটে গুগলের থেকে আগের চেয়ে ভিজিটর কমে যাবে।
আরো জানতে Click করুন - Google New Update
No comments: