Infinix smart 7hd Highlights :-
লো বাজেটে লঞ্চ হল Infinix Smart 7 HD।
এতে Android ‘Go’ এডিশন রয়েছে।
এই ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
ইনফিনিক্স দুই দিন আগে ভারতের বাজারে তাদের নতুন লো বাজেট স্মার্টফোন হিসাবে Infinix Smart 7 HD ফোনটি লঞ্চ করেছে। এই ফোনে বড় স্ক্রিন, XOS 12, 4G AI প্রসেসর এবং 5,000mAh Battery এর মতো সুন্দ ফিচার রয়েছে এবং এর দাম মাত্র 5,999 টাকা থেকে শুরু। এই পোস্টে Infinix Smart 7 HD এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল
Infinix Smart 7 HD-এর দাম:
এই নতুন ফোনটি 10 হাজার টাকার কম দামে Infinix Smart 7 HD আনা হয়েছে। এর দাম 5,999 টাকা। ফোনের তিনটি রঙয়ে কিনতে পারবেন। তা হল ইঙ্ক ব্ল্যাক, জেড হোয়াইট এবং সিল্ক ব্লু। তবে ফোনটি কিনতে এখনও আপনাকে কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। চলতি বছরের 4 মে থেকে Flipkart-এ ফোনটির বিক্রি চালু হবে। আপনি এই ফোনটি EMI-তেও কিনতে পারবেন। তার জন্য আপনাকে প্রতি মাসে 211 টাকা করে দিতে হবে।
Infinix Smart 7 HD-এর specification :-
Infinix Smart 7 HD ফোনটিতে একটি 6.6-ইঞ্চি HD + IPS ডিসপ্লে রয়েছে। এটির রিফ্রেশ রেট: 60 Hz, টাচ স্যাম্পলিং রেট: 120 Hz। এই ফোনের ব্রাইটনেস 500 Nits। অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে এই ফোনটি চলে। এতে Spreadtrum SC9863A1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনে 2 GB RAM + 2 GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে। এতে রয়েছে 5,000mAh লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি।
ক্যামেরা হিসেবে ফোনটিতে AI ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যা 8 MP + AI লেন্স সাপোর্ট করে। এতে পোর্ট্রেট, এইচডিআর, এআই 3ডি বিউটি, ভিডিয়োর জন্য এইচডি ভিডিয়ো রেকর্ডিংয়ের মতো ক্যামেরা ফিচার রয়েছে। ভিডিয়ো কলিং এবং সেলফির জন্য ফোনটিতে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এতে এআই পোর্ট্রেট এবং ফেস বিউটির মতো ক্যামেরা ফিচার রয়েছে।
No comments: