Motorola Edge 40 Full Specification
Motorola Edge 40 :- ভারতে লঞ্চ হবে Motorola Edge 40 ফোন। আগামী ২৩ মে Motorola এই ফোন দেশে আসছে। জনপ্রিয় ই-কমার্স সংস্থা (Flipkart) থেকে এই ফোন কেনা যাবে। জানা গিয়েছে, Motorola Edge 40 ফোনে থাকতে চলেছে একটি mediatake diamondcity 8020 Prosessor । Nebula Green, Eclipse Black, Lunar Blue- এই তিনটি রঙে Motorola নতুন ফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনে একটি মেটাল ফ্রেম এবং একটি ভেগান লেদার ব্যাক প্যানেল থাকবে। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে IP68 রেটিং। Motorola দাবি তাদের Edge 40 মডেল হল স্লিমেস্ট 5G ফোন l যেখানে IP68 রেটিং রয়েছে মোটোরোলা এজ ৪০ ফোনে IP68 রেটিং রয়েছে অর্থাৎ এটি একটি ওয়াটারপ্রুফ ডিভাইস। মোটোরোলা এজ সিরিজের এই ফোনে প্রথমবারের জন্য থাকতে চলেছে 144 Hz Refresh Rate কার্ভড Display।
Display :-
এই ফোনে থাকতে পারে একটি 6.55 Inches pOLED Display যার Refresh Rate 144 Hz , Full Hd Puls রেজোলিউশন থাকতে পারে মোটোরোলা এজ ৪০ ফোনে।
Ram & Storage:-
এই ফোনে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। এর সঙ্গে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
Battery:-
Motorola Edge 40 ফোনে 4400 mAh Battery এবং 64 Word ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এছাড়াও 15 Word ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
Camera:-
Motorola আসন্ন ফোনে ডুয়াল স্পিকার সেটআপে ডলবি অ্যাটমোস সাউন্ড সাপোর্ট থাকবে। এই ফোনে ডুয়াল রেয়ার Camera সেটআপ থাকবে। সেখানে 50 MP প্রাইমারি ক্যামেরা সেনসর এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে 13MP আলট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে। Front Camera 32 MP সেনসর থাকাবে l আরো জানতে Click করুন Motorola Edge 40
No comments: