Gaming Smartphone Under 20k : গেম খেলার ক্ষেত্রে গেমারদের প্রথম পছন্দের ডিভাইস হল Smartphone। ডেস্কটপ বা ল্যাপটপে গেম খেলার থেকেও গেমিং ফোনে (Gaming Phone) গেম খেলতেই পছন্দ করেন গেমার l গেমারদের একটা বড় অংশ Mobile। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে গেমিং ফোন মানেই আকাশছোঁয়া দাম। কিন্তু ভারতে এমন কয়েকটি গেমিং ফোন (Gaming Smartphone) লঞ্চ হয়েছে যার দাম ২০ হাজার টাকার মধ্যে। এমনিতে ফোনের দাম ২০ হাজার (Gaming Phone Under 20,000) হলে তা যথেষ্ট বেশিই মনে হয়। কিন্তু গেমিং ফোনের ক্ষেত্রে ২০ হাজার টাকার কমে ফোন পাওয়ার অর্থ হল গ্রাহক লাভবান হয়েছেন। এবার দেখে নেওয়া যাক ভারতে ২০ হাজার টাকার কমে কোন কোন গেমিং ফোন লঞ্চ হয়েছে।
OnePlus Nord 2 Lite - ওয়ানপ্লাসের এই ফোনে রয়েছে একটি 6.59 Inches এলসিডি Display যার Refresh Rate 120Hz। এছাড়াও রয়েছে colicum Snapdragon 695 5G প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১২ এবং অক্সিজেন ওএস ১২.১ আউট অফ দ্য বক্সের সাপোর্টে পরিচালিত হয় ওয়ানপ্লাসের এই ৫জি ফোন।
Poco X4 5G - এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চির Full Hd Puls Amoled Display যার Refresh Rate 120 Hz। তার উপরে সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ৫। এই ফোনে Colicum Snapdragon ৮৯৫ Prosessor রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000mAh Battery এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে।
Realme 9 - এই 4G ফোনে রয়েছে 6.4 inches Super Amoled Full Hd Puls Display যার Refresh Rate 90Hz । এর উপর রয়েছে গোরলা গ্লাস৫ প্রোটেকশন। এছাড়াও এই ফোনে রয়েছে Colicum Snapdragon 680 Prosessor। ভারতে Realme 9 4G ফোন লঞ্চ হয়েছিল ৬ জিবি র্যাম ও ২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে।
Iqqo Z5- Vivo সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ফোনে রয়েছে 6.67 Inches Full Hd Puls Display যার Refresh Rate 120। এই ফোনে রয়েছে Colicum Snapdragon 778 5g প্রসেসর। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছিল। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে।
Redmi Note 11 Pro Plus :- ফোনটিতেও রয়েছে Octa core Snapdragon 695 প্রসেসর। 6GB + 128GB স্টোরেজ ক্ষমতাযুক্ত এই স্মার্টফোনে রয়েছে 108 MP + 8 MP + 2 MP ক্যামেরা, 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং টার্বো চার্জিংয়ের ক্ষমতাসম্পন্ন 5000 mAh ব্যাটারি।
Realme 10 Pro :- Octa core Snapdragon 695 প্রসেসরযুক্ত এই ফোনটিতে রয়েছে 6 GB + 128GB স্টোরেজ। 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত LCD স্ক্রিন। 108 MP + 2 MP ডুয়াল ক্যামেরা ও 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 5000 mAh ব্যাটারি, যা আবার সুপার VOOC চার্জ সাপোর্ট করবে। Realme-র এই ফিচারপ্যাকড 5G ফোন l
No comments: