Google pixel 7a Lunch Date 11 May আপনারা কি খুব এ্সাইটিং..
Google Pixel 6a-র দাম এই মুহূর্তে 29,999 টাকা। এখন তাই যদি হয়। তাহলে Google Pixel 7a ভারতে লঞ্চ করা হতে পারে 40,000 টাকার সেগমেন্টেই। Google Pixel 7a ফোনে কী-কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে, সেগুলিই একনজরে দেখে নিন।
Google Pixel ইতিমধ্যেই নিশ্চিত বার্তা দিয়েছে, 11 মে ভারতে Google Pixel 7a Lunch করা হবে। নাম থেকেই পরিষ্কার, Google Pixel 6a-র Upgraded ভার্সন হতে চলেছে ফোনটি। গুগলের তরফ থেকে যদিও এখনও পর্যন্ত ফোনটির ফিচার বা স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। তবে সম্প্রতি একটি প্রমোশনাল টিজ়ার থেকে ফোনের নীল রঙের ভ্যারিয়েন্টটি নজরে এসেছে। তার ডিজ়াইন অনেকটাই Google Pixel 7-এর মতো। এর অর্থ হল, Google Pixel 7a-তেও ডুয়াল Camera থাকছে ফোনের পিছনে। ফ্রন্ট প্যানেলে হোল-পাঞ্চ কাটআউট দেওয়া হচ্ছে সিঙ্গেল সেলফি ক্যামেরাটি বসানোরi
Google Pixel 7a Display:– Google Pixel 7a ফোনের ডিসপ্লের সাইজ় 6.1 inches। Refresh rate হতে পারে 90Hz। জানা গিয়েছে, এই ফোনটি আরও উন্নত গেমিং ও স্ক্রোলিং অভিজ্ঞতা দিতে পারবে। আগের মতোই এই নতুন ফোনেও থাকতে পারে OLED প্যানেল।
Google Pixel 7a Processor: –নিউ জেনারেশন ডিভাইসটিতে থাকতে পারে একটি Tensor G2 প্রসেসর, যা আগের তুলনায় আরও অনেকটা দ্রুতগামী। ব্যাটারি Parfamanc জন্যও এটি অত্যন্ত শক্তিশালী একটি Chipset।
Google Pixel 7a Battery: – থাকতে পারে 4,400mAh Battery, যা আগের মডেলের তুলনায় আরও শক্তিশালী। এই ব্যাটারি Google Pixel 7a-কে 20W চার্জিং সাপোর্ট প্রদানে সাহায্য করবে।
Google pixel 7a Camera: – মনে করা হচ্ছে, Google Pixel 7a -তে আগের থেকে আরও উন্নত 64MP Camera দেওয়া হতে পারে। সেকেন্ডারি Camera হিসেবে থাকতে পারে একটি 12MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 10.8MP Camera।
5G এবং অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা – আগের তুলনায় আরও বেশি 5G ব্যান্ডস দেওয়া হতে পারে Pixel 7a ফোনে। আগের থেকে আরও ভাল কানেক্টিভিটির জন্য নতুন মডেমও থাকতে পারে। পাশাপাশি এই ফোনটি Wi-Fi 6 সাপোর্ট করবে। অতিরিক্ত হিসেবে একটা Google Phone হিসেবে দেখলে Pixel 7a-তে থাকতে পারে লেটেস্ট অ্যান্ড্রয়েড OS ভার্সন। এছাড়া Android 14 এসে গেলে ফোনটি সেই আপগ্রেডেশনও পেয়ে যাবে। Google pixel 6a থেকে এই google Pixel 7a খুব ভালো ফোন হতে চলেছে ১১ মে আসুক দেখা যাবে কি ফিচারস দেখা যায়
আরো জানতে এই Link কে Click করুন - Google Pixel 7a
No comments: